ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। কাতারের আমিরের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের চিঠিটি ইতোমধ্যেই রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাঈদ আল কাহতানি। সে সময় চিঠিটি হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাতার রাষ্ট্রদূত বলেন, তার দেশের আমির বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে খুবই আগ্রহী। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে এ সময় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী ড. মোমেন । সূত্র: বাসস
এমকে