বাস ধর্মঘট ডাকা হয়েছে বরিশালে

২৬ অক্টোবর ২০২২

আগামী ৩ নভেম্বরের মধ্যে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করা না  হলে ৪ ও ৫ নভেম্বর বাস ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। বুধবার (২৬ অক্টোবর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তবে বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, বরিশালে তাদের বিভাগীয় গণসমাবেশ বানচাল করার ষড়যন্ত্র হিসেবে এ ধর্মঘট ডাকা হয়েছে। আগামী ৫ নভেম্বর এ গণসমাবেশ হওয়ার কথা রয়েছে।

বাস মালিক নেতারা বলছে,  তাদের ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো যোগসূত্র নেই।  যাত্রী সাধারণের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি তাদের। ৩ নভেম্বরের মধ্যে বন্ধ করা না করা হলে ৪ ও ৫ নভেম্বর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে।  এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, স্মারকলিপিতেও ধর্মঘটের কথা জানানো হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর