দুই পুঁজিবাজারেই বেড়েছে লেনদেন

২৬ অক্টোবর ২০২২

শেয়ারের সর্বনিম্ন মূল্য (ফ্লোর প্রাইস) নির্ধারণ করে দেওয়ায় পুঁজিরবাজারে বুধবার (২৬ অক্টোবর) বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটদর অপরিবর্তিত রয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক লেনদেনের পরিমাণ। ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭১টির, বিপরীতে কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত ছিল বাকি ২৩৭টির। সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৪৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দুই হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করে। ৭৪১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। আগের দিনের কেনাবেচা ছিল ৬১৮ কোটি ৬৬ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে মাত্র ৪৮টির, বিপরীতে কমেছে ৪৩টির এবং ১১০টির অপরিবর্তিত রয়েছে। ১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। আগের দিন কেনাবেচা হয়েছিল ২০ কোটি ৬৬ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর