বর্তমানে জামায়াত ইসলামী বাংলাদেশের নামে রাজনৈতিক দলের নিবন্ধনের কোনো সুযোগ নেই। তবে জামায়াতের কেউ যুদ্ধাপরাধী না হলে, তাদের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হলে, নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের শর্ত পূরণ করলে ভিন্ন নামে নিবন্ধন পেতে বাধা নেই তাদের। বুধবার (২৬ অক্টোবর) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অন্যান্য চার নির্বাচন কমিশনারের একজন মো. আলমগীর। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। শর্তগুলো পূরণ হলেই নিবন্ধন দেওয়া হবে।’
জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালতের আদেশে বাতিল করা হয়েছে উল্লেখ করে ইসির এ কমিশনার জানান, কেউ নিবন্ধিত হতে চাইলে নতুন করে আসতে হবে। মুক্তিযুদ্ধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্র নিয়ে আবেদন করলে সে ক্ষেত্রে নিবন্ধন দেবে না কমিশন। তাছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, দণ্ডপ্রাপ্ত আসামিদেরও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই- যোগ করেন আলমগীর।
এমকে