মুখে নেওয়ার করোনা টিকা চালু করল চীন

২৭ অক্টোবর ২০২২

বিশ্বে প্রথমবারের মতো মুখে নেওয়ার করোনা টিকা আবিষ্কার করল চীন। বুধবার সকালে সে দেশের বাণিজ্য নগরী শাংহাইতে শুরু হয়েছে এ নয়া টিকাকরণ কর্মসূচি। মুখে নেওয়ার এ টিকাকরণ কর্মসূচির ছবি ও ভিডিও দেশটির সরকারি সংবাদমাধ্যম প্রচার করেছে।

 

চীন সরকারের দেওয়া তথ্য জানাচ্ছে, যারা ইতিমধ্যেই দু’টি টিকা নিয়েছেন, প্রথম পর্যায়ে তাদের ‘বুস্টার’ হিসেবে মুখে নেওয়ার টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে প্রাথমিক ধাপের টিকাকরণের জন্যও এ পদ্ধতি ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে। বেজিংয়ের দাবি, উন্নয়নশীল দেশগুলিতে দ্রুত টিকাকরণের ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকরী হবে। এ পদ্ধতিতে একজন ব্যক্তিকে টিকা দিতে সর্বোচ্চ ২০ সেকেন্ড সময় লাগে। ফলে দ্রুততার ভিত্তিতে টিকাকরণ সম্ভব।

 

কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে বিশ্ব জুড়ে টিকাকরণের কাজ চলছে দেড় বছরেরও বেশি সময় ধরে। কিন্তু এখনও পৃথিবীর বড় অংশের মানুষের টিকাকরণ বাকি। চিকিৎসক ও বিজ্ঞানীরা চাইছেন, আরও দ্রুত টিকাকরণ করতে। কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান টিকাকরণের পদ্ধতি। আর সেই কারণেই আরও সরল কোনো পদ্ধতিতে টিকাকরণ চাইছেন তারা। তাই সিরিঞ্জের মাধ্যমে প্রথাগত টিকা পদ্ধতির পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশে ইতোমধ্যেই নাকে স্প্রের মাধ্যমে নেওয়া টিকার ব্যবহার শুরু হয়েছে। সেই পথেই এক ধাপ এগিয়ে মুখে নেওয়ার টিকা চালু করল চীন।


মন্তব্য