নির্ধারিত জায়গার বাইরে টোল আদায়ে চাঁদাবাজির মামলা হবে

২৭ অক্টোবর ২০২২

সরকার নির্ধারিত স্থানের বাইরে অন্য কোনো স্থানে কোনো বাস কিংবা ট্রাক থেকে টোল আদায় করা যাবে না, করলে চাঁদাবাজির মামলা হবে। শিগগিরই এ বিষয়ে পৌরসভা ও সিটি করপোরেশন প্রজ্ঞাপন জারি করে দেবে। প্রজ্ঞাপনে কোন এলাকার জন্য টোল কত দিতে হবে তা নির্ধারিত থাকবে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সভায় নেওয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে- অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল বিআরটিএ’র নীতিমালায় নিয়ে আসা, এ জন্য বিআরটিএ তদারকি এবং একটা প্রজ্ঞাপন জারি করা; ড্রাইভার ও শ্রমিকদের ডোপ টেস্টের জন্য কম সময়ে উদ্যোগ নেওয়া; টার্মিনাল ছাড়া অন্য কোথাও টোল না নেওয়া; পৌরসভা ও সিটি করপোরেশন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা। তাছাড়া মোটরসাইকেল দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালকদের হেলমেটের মান নির্ধারণের বিষয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর