মন্তব্য
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের রামপালে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি সমবায় সমিতির পরিচালককে গ্রেফতার করেছে র্যাব। এ টাকা সমিতিটির গ্রাহকদের। বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে আটটার দিকে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরিচালকের নাম নাজমুল হাসান সোহাগ, তিনি উপজেলার শ্রীরম্ভা গ্রামের নূর আলীর ছেলে ৷
র্যাব জানায়, সোহাগ তার উপজেলার গৌরম্ভা ইউনিয়নে স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। এরপর তার কর্মীদের দিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায় করেন। গ্রাহকরা টাকা চাইলে সোহাগ তাদের ভয়ভীতি দেখাতে থাকেন ৷ এ ঘটনায় ভূক্তভোগীরা সংবাদ সম্মেলন ও থানায় মামলা করেন।
অমিত পাল/এমকে