মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখেছে বিএনপি: কাদের

২৭ অক্টোবর ২০২২

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রতিটি বিরোধী দলেরই দেশ ও জনগণের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক  পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিন্তু বিএনপির নেতারা সেই ভূমিকা পালন না করে চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখেছেন। চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থতি বিবেচনা না করে দায়িত্বজ্ঞানহীনভাবে নানা ধরণের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। কথা কথায় সরকারের পদত্যাগ দাবি করছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব আজ এক অনাকাঙ্ক্ষিত সংকটে। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় সব রাষ্ট্রেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে। এ অভিঘাতে এক অনাকাঙ্ক্ষিত সংকটের মুখোমুখি বাংলাদেশও। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সংকট মোকাবিলায় অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্ভুত বৈশ্বিক পরিস্থিতিতে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের সব দেশের সরকারই কী তাহলে পদত্যাগ করবে? পদত্যাগ করলে বিশ্বই তো সরকারবিহীন হয়ে পড়বে। আর নিশ্চিতভাবে সব রাষ্ট্র সরকারবিহীন চলতে পারে না। এ পরিস্থিতিতে দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব- ধৈর্যের সঙ্গে সংকট মোকাবিলা করা- যোগ করেন ওবায়দুল কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর