শুক্র ও শনি দুইদিন রংপুরে পরিবহন ধর্মঘট

২৭ অক্টোবর ২০২২

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরে পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন অবৈধ যান চলাচল বন্ধ ও কুড়িগ্রামে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।

এদিকে আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় গণসমাবেশ ডেকেছে বিএনপি। এ প্রসঙ্গে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক সাংবাদিকদের জানিয়েছেন, ধর্মঘটের সঙ্গে বিএনপির মহাসমাবেশের সঙ্গে কোনও সম্পর্ক নেই। সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর