মৃত্যু ১, শনাক্ত ১৩৭

২৭ অক্টোবর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ মারা গেছেন, শনাক্ত হয়েছে ১৩৭ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪০৭ জন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার শনাক্ত হয়েছিল ১৯৬  জন, মারা যায়নি কোনো করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৬০। ৩ হাজার ৮১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮০৪টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ৩৪৩ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৪১৭ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৫৯টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮।

এমকে

 


মন্তব্য
জেলার খবর