শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী মানুষ কষ্ট পাচ্ছে

২৮ অক্টোবর ২০২২

শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী মানুষ কষ্ট পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ হিসেবে বলেছেন, একদিকে করোনা অতিমারির প্রভাব। এর ওপর মরার উপর খাঁড়ার ঘা- রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, সেই সঙ্গে স্যাংশন। ফলে আজ সারা বিশ্বের সাধারণ মানুষ ভুক্তভোগী, কষ্ট পাচ্ছে তারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পায়রা বন্দরের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ সব কথা বলেন।  প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জ্বালানি সংকট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন- সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে। বাংলাদেশ এ সংকটের বাইরে নয়।  রিজার্ভের টাকা খরচের বিষয়ও ওঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। বলেন, যারা প্রশ্নটা করেন- রিজার্ভের টাকা গেল কোথায়? তাদের বলছি- রিজার্ভের টাকা গেছে পায়রা বন্দরে, মানুষের খাদ্য ও সার কেনায়, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। এ টাকা কেউ চিবিয়ে খায়নি। মানুষের কাজেই লাগছে, কাজেই ব্যবহার করা হচ্ছে। আমদানিতে বিভিন্ন কাজে লাগছে।

পদ্মা সেতু নির্মাণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ সারা বিশ্বকে আমরা দেখাতে পেরেছি বাংলাদেশের জনগণ; যেখানে জাতির পিতা বলে গিয়েছিলেন, কেউ দাবাযয়ে রাখতে পারবে না। ঠিকই কেউ দাবায়ে রাখতে পারে না। আমরাও পারি, এটা আমরা আজ প্রমাণ করেছি।

বৈশ্বিক চলমান অস্থিরতা বন্ধের দাবি জানিয়ে বিশ্বনেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে হবে। স্যাংশন প্রত্যাহার করতে হবে। মানুষকে বাঁচার সুযোগ দিতে হবে। উন্নত বিশ্ব; যারা যুদ্ধংদেহি ভাব নিয়ে পথে নেমেছেন, তাদের কাছে আমার এ আবেদন থাকলো। গণভবন প্রান্তে এ সময়  পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর