নভেম্বরে লোডশেডিং কমতে পারে

২৭ অক্টোবর ২০২২

দেশে চলমান বিদ্যুৎ পরিস্থিতি সাময়িক উল্লেখ করে  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নভেম্বরে শীত শুরুর পর লোডশেডিং কমতে পারে; পরিস্থিতির উন্নতি হতে পারে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা শীর্ষক সংলাপে এ আশা প্রকাশ করেন। রাজধানী ঢাকার ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম এ সংলাপের আয়োজন করেছিল।

বিদ্যমান বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।  নবায়নযোগ্য জ্বালানির প্রসারের জন্য উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে দায়িত্বশীল অবদান রাখতে হবে। সরকার বিকল্প উৎস থেকেও বিদ্যুৎ উৎপাদনকে সব সময় উৎসাহিত করে- যোগ করেন নসরুল হামিদ।

সংলাপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা ও অক্সফাম বাংলাদেশের অনুষ্ঠান পরিচালক মাহমুদা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।

এমকে


মন্তব্য
জেলার খবর