মারা গেছেন তিউনিসিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ ওসমান বিত্তিখ। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দেশটির রাজধানী তিউনিসের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৮১ বছর।
১৯৪১ সালের ১৭ এপ্রিল তিউনিস শহরে জন্মগ্রহণ করেন তিনি। তিউনিশিয়ার বিখ্যাত বিদ্যাপীঠ আজ-জাইতুনাহ ইউনিভার্সিটি থেকে ইসলামী শরীয়াহ বিষয়ে ডক্টরেট ডিগ্রী লাভ করেন।
গ্র্যান্ড মুফতি হিসেবে তার অভিষেক হয় ২০০৮ সালে। ২০১৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালে শায়খ ধর্ম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সাল থেকে ধর্মমন্ত্রীর পদমর্যাদায় ফের গ্র্যান্ড মুফতির পদটি অলঙ্কৃত করেন তিনি।
এ বছরের শুরুর দিকে তিউনিসিয়া যখন রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি, তখন দেশকে বাঁচাতে জনগণকে বিশেষ ফান্ড গঠনের আহ্বান জানান। এরপরই মূলত বিশ্বমিডিয়ায় তার নাম বেশে আলোচিত হয়। খবর আল জাজিরার।