নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও সাউথ আফ্রিকার বিপক্ষে রীতিমতো নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ। ১০৪ রানের বিশাল ব্যবধানে হারে তারা। এ যেন অসহায় আত্মসমর্পণ সাকিব বাহিনীর।
এমন ব্যাটিং বিপর্যয়ে হতাশ খোদ টাইগার ব্যাটিং কোচ জেমি সিডন্স। টাইগাররা বুদ্ধিদীপ্ত বা স্মার্ট ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছেবলে মনে করেন তিনি।
টাইগার ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, ‘আমরা বড় ছক্কা হাঁকানো দল নই। আমাদের আরও বেশি স্মার্ট হতে হবে। আমরা হাওয়ায় বল বেশি হিট করি। বার্তা ছিল, ক্রিজে যাও এবং ব্যাটিং করো। দেখা যাক, আমরা কতদূর যেতে পারি। আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু তারপর সবাই হাওয়ায় বল বেশি হিট করেছে। এবং সেটাই আমাদের চাপে ফেলেছে।’
সিডন্স মনে করেন, নরকিয়া ছাড়া অন্য প্রোটিয়া পেসারদের ভালোই সামলেছে তার দল। তবে স্পিনে ঘায়েল হয়েছেন লিটন-সোহানরা। তিনি অকপটে স্বীকার করে নেন, বাংলাদেশের ব্যাটাররা বড় শট খেলে দ্রুত রান তুলতে পারেন না।
সিডন্স বলছিলেন, ‘পেস নয়, আমরা স্পিনে কুপোকাত হয়েছি। যখন আমরা ভালো ক্রিকেটিং শট খেলছিলাম, তিন পেসারদের মধ্যে একজনকে ছাড়া বাকিদের ভালোই সামলেছি। তারপর আমরা পাওয়ার হিটিংয়ে বড় শটে দ্রুত রান তুলতে গেলাম, যেটা আমাদের কাজ নয়। আমরা সেটা পারি না।”
রুশো ও ডি ককের ব্যাটিং প্রসঙ্গ টেনে সিডন্স বলছিলেন, ‘রুশো ও ডি কক যা করেছে, আমাদের ট্যাকটিস তার থেকে ভিন্ন ছিল। বেশি ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। রুশো কোনো চেষ্টা ছাড়াই যেন বাউন্ডারি পার করে দিচ্ছিলো। আমাদের এমন সামর্থ্য নেই।’