রাজধানীতে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

৩১ মার্চ ২০২২

রাজধানী ঢাকায় দুর্বিষহ যানজট নিরসন, নায্যমূল্যে খাদ্যদ্রব্য প্রদান ও সঠিক সময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানবন্ধন হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিজয়নগর এলাকায় এ মানবন্ধনের আয়োজন করে এবি পার্টি।

মানবন্ধনকালে বক্তরা বলেন, নিত্যপ্রয়োনীয় দ্রব্যের সিন্ডিকেট, রাস্তায় চাঁদাবাজি, অনিয়ম- সবকিছু সরকারের জানা থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে সব অনিয়ম দূর করে জনগণের জীবনযাত্রা সহজ করতে হবে। তারা বলেন, যানজটে ঢাকা অচল। বায়ুদূষণ, পানিদূষণে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। অথচ এগুলোর সঠিক ব্যবস্থাপনা নেই।  

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ও বক্তব্য দেন- এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক প্রফেসর মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর