মন্তব্য
দেশে ডেঙ্গু আক্রান্ত ৫ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪০ জন ডেঙ্গু রোগী। শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে এসব জানা গেছে।
কন্ট্রোল রুমের হিসাবে, ৪৪০ জনের মধ্যে ১৭৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১৬১ জন রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৫৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছরের এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৫৯৫ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১২৮ জন মারা গেছেন।
এমকে