চিফ হুইপের পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

২৮ অক্টোবর ২০২২

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দলের গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে শুক্রবার (২৮ অক্টোবর) এ অব্যাহতি দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,  দলের গঠনতন্ত্র মেনে  প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে জাপার প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৮ অক্টোবর এ সভা হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর