মন্তব্য
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ওপরে আস্থা রয়েছে বলেই জাতীয় নির্বাচনে তিনবার ভোট দিয়ে তার দলকে নির্বাচিত করেছে দেশের মানুষ। আর একই কারণে আগামী জাতীয় নির্বাচনেও ভোট দেবে তার দলকে। শুক্রবার (২৮ অক্টোবর) দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হয়।
শেখ হাসিনা আরও বলেন- যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গ্রেনেড হামলাকারী ও অর্থপাচারকারী- জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না৷ তিনি জানান, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই, বিএনপি আজ আন্দোলন করতে পারছে ৷ কিন্তু বিএনপির যারা খুন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদের সঙ্গে জড়িত- তাদের ধরতে হবে, তাদের কোনো ছাড় নেই৷
এমকে