রমজান মাসে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া একটা রেওয়াজে পরিণত হয়েছে। এতে এ সময় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়। তাই পবিত্র রমজানের শিক্ষার প্রতিফলন ঘটিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ও ব্যবসায়ীদের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। বৃহস্পতিবার (৩১ মার্চ) দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় লাভবান হয় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। পণ্য মজুদ করে এবং কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়িয়ে তারা সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে নেয়। অন্যদিকে প্রতি বছরই সরকারের পক্ষ থেকে রমজানে বাজার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না। ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের বেহাল দশা শুরু হয়।
এমকে