নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ

৩১ মার্চ ২০২২

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। অর্থ আত্মসাত মামলায় দণ্ডিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনের করা অর্থ আত্মসাত মামলায় সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে পাঁচ বছরের কারাদণ্ড ও  প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। গত ১৭ ফেব্রুয়ারি যশোরের স্পেশাল জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ মামলার রায় দেন।

সোহরাব হোসেন বিশ্বাস জেলা আওয়ামী লীগের সদস্য ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র। বর্তমানে জামিনে আছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলা ১৪১১ ও ১৪১২ সনে নড়াইল পৌরসভার রূপগঞ্জ হাট ও নড়াইল বাস টার্মিনালের ইজারা বাবদ মোট ১২ লাখ ২২ হাজার ২০ টাকা পৌরসভায় জমা না দিয়ে আত্মসাত করেন দন্ডিতরা। দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০০৮ সালের ৭ আগস্ট নড়াইল সদর থানায় তাদের নামে মামলাটি করেন।

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর