ঢাকাকে বাসযোগ্য ও টেকসই করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

২৯ অক্টোবর ২০২২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম  বলেছেন, বসবাসরত সব শ্রেণির মানুষের জন্য রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও টেকসই করতে হবে। আর সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাজধানী দৃষ্টিনন্দন, নিরাপদ বাসযোগ্য ও টেকসই শহর হবে। শনিবার (২৯ অক্টোবর) জনঘনত্ব, বাসযোগ্যতা ও টেকসই উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠকে এ সব কথা বলেন। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে  এ বৈঠক হয়।

রাজধানী প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে ডিটেইল এরিয়া প্লান (ড্যাপ) প্রণয়ন করেছে সরকার। ড্যাপের বাস্তবায়ন হলে রাজধানী সুন্দর ও বাসযোগ্য হবে। বাস্তবায়নটা করতে হবে সম্মিলিতভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী তাজুল।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ইশরাত ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বৈঠকে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ফজলে রেজা সুমন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ড্যাপের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর