ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না

৩০ অক্টোবর ২০২২

অনেক দিনই হতে চলছে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে ওঠেছে দেশের সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আশার খবর দিয়েছে বিদ্যুত বিভাগ। ডিসেম্বর থেকে দেশে লোডশেডিং থাকবে না, এমনটাই জানিয়েছেন খোদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান। তার আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন- দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নভেম্বরে উন্নতি হতে পারে। নভেম্বরে মাসে  কমতে পারে লোডশেডিং। সম্প্রতি তাঁরা বিষয়টি জানিয়েছেন।

মাহবুবুর রহমান মনে করেন, বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। খুব দ্রুত সমস্যা কেটে যাবে। তার দাবি, শীত এলেই বিদ্যুতের চাহিদা কমে আসবে। তাছাড়া আগামী ডিসেম্বর থেকে একে একে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও চালু হবে, শেষ হবে সঞ্চালন লাইনের কাজও। আর এ সব কারণে ডিসেম্বর থেকে পরবর্তী সময়ে  লোডশেডিং থাকবে না। উৎপাদন বাড়লেও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানান এ সময় পিডিবি চেয়ারম্যান।

বিদ্যুতের চাহিদা মাথায় রেখে এ খাতে মাস্টারপ্লান নিয়ে কাজ করা হচ্ছে উল্লেখ করে পিডিবি চেয়ারম্যান বলেন- যত শিল্পকারখানা বাড়বে, বিদ্যুতের চাহিদা তত বাড়বে। সে ক্ষেত্রে বড় সমাধান হতে পারে সোলার, এটা দিয়ে চাহিদার বড় একটি অংশ মোকাবিলা করার চেষ্টা চলছে।

বিদ্যুতের বর্তমান পরিস্থিতির জন্য বৈশ্বিক অস্থিরতা, ডলার ও জ্বালানি সংকটকে ইঙ্গিত করেন পিডিবি চেয়ারম্যান। বলেন, বৈশ্বিক অস্থিরতা, ডলার ও জ্বালানি সংকট থেকে আমরা বিচ্ছিন্ন নই। তাই জ্বালানি সাপ্লাই চেইনের ক্ষেত্রে কিছু বিঘ্ন হচ্ছে। আগামী দিনগুলোতে সহসাই এ পরিস্থিতি থেকে হয়তো উত্তরণ করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর