খুব শিগগির বিয়ের পিঁড়িতে বনি-কৌশানী!

৩০ অক্টোবর ২০২২

শিগগিরই বিয়ের পিড়িতে বসতে চলেছেন ওপার বাংলার দুই তারকা বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুতেই বিয়ে করছেন তারা বলে জানান বনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

 

কবে বিয়ে করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘খুব দেরি হয়তো করব না৷ ২০২৪-এর প্রথমেই আশা করছি, বিয়েটা করে ফেলব।’’

 

দেব-রুক্মিণী, অঙ্কুশ-ঐন্দ্রিলা, বনি-কৌশানী— অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, এ তিন জুটির জুড়ি মেলা ভার। কখনও বড়পর্দা, কখনও আবার ক্যামেরার পিছনে৷ যে কোনো সাক্ষাৎকারেই তাদের দেখলে সংবাদমাধ্যমের একটাই প্রশ্ন থাকে— কবে তারা বিয়ে করছেন। বনি-কৌশানি কবে বিয়ে করছেন এবার এমন প্রশ্নের উত্তর মিলল।


মন্তব্য
জেলার খবর