জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ৭ নভেম্বর দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (৩০ অক্টোবর) রাজধানী ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে আসছে বিএনপি।
সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলীর সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৭ নভেম্বর সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ ও দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত আলোচনা সভা। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। আর কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।
এমকে