আগুনে ৪ দোকানির ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

৩০ অক্টোবর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৪ দোকান পুড়ে গেছে। এতে তাদের আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। শনিবার রাত সোয়া ১১ টার দিকে হাজারীগঞ্জ ১নং ওয়ার্ডের গোলদার হাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জানা য়ায়, ব্যবসায়ী কামালের গোডাউনে আগুন লাগে। মুহূতের মধ্যে আগুন  ছড়িয়ে পড়ে। এ সময় অন্যান্য ব্যসায়ীরা জাতীয় জরুরী সেবা- ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে চরফ্যাশন ফায়ার সাভির্সের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে কামাল ষ্টোর, মহিন সু-ষ্টোর, তরিক ইলেকট্রনিক্স ও গোলদার হার্ডওয়্যার নামের ৪ টি দোকান পুড়ে যায়। কামালের গোডাউনে বিভিন্ন কোস্পানির কমজুমার পণ্য ছিল।

চরফ্যাশন ফারায় সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) ইনচার্জ মো. খোরশেদ আলম বলেন, শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর