সরকারি প্রতিষ্ঠানের পতিত জমি চাষের আওতায় আসছে

৩০ অক্টোবর ২০২২

দেশের সুগারমিলসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পতিত জমি চাষের আওতায় আনতে চাচ্ছে সরকার। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে প্রতিষ্ঠানের পতিত জমি  খুঁজে বের করার কথাও বলা হয়েছে।   রোববার (৩০ অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রাজধানী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

খাদ্যের উৎপাদন বাড়ানো তাগিদ দিয়ে সভায় কৃষিমন্ত্রী বলেন, প্রতিবছর জনসংখ্যা বাড়ার সঙ্গে খাদ্যের চাহিদাও বাড়ছে। কাজেই খাদ্য উৎপাদন যে কোনও মূল্যে  আরও বাড়াতে হবে। এ জন্য যে টুকু সুযোগ আছে, তার সবটুকু  কাজে লাগাতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর ও সক্রিয় হতে হবে।  উৎপাদন কীভাবে আরও বাড়ান যায়, সেটা খুঁজে বের করতে হবে-যোগ করেন মন্ত্রী আ.রাজ্জাক।

এমকে

 


মন্তব্য
জেলার খবর