সুন্দর মুখ বিশ্রী করে ফেলেছেন ক্যাটরিনা!

৩১ অক্টোবর ২০২২

মুখে ডাবল চিন, নাকটা একটু বসা, ঠোঁটটা বড্ড পাতলা—না! নায়িকাদের এ সব হলে কি চলে? ক্যামেরার সামনে নিজেদের নিঁখুত দেখাতে অফুরান চেষ্টা তাদের। এ চেষ্টার জেরেই নায়িকাদের ছুটতে হয় নাক, চোখ, মুখ সুন্দর করার চিকিৎসকদের কাছে। কখনও তা নায়িকাদের জন্য আশীর্বাদ হয়। কখনও আবার এ কেরামতিই অভিশাপ হয়ে দাঁড়ায়। যেমন এবার ছবির প্রচার করতে এসে কটাক্ষের মুখে পড়তে হলো ক্যাটরিনা কাইফকে।

 

ক্যাটরিনা ব্যস্ত তার আগামী ছবি ‘ভূত পুলিশ’-এর প্রচারে। তার জন্য ‘বিগ বস’ হাউসে এসেছিলেন ছবির প্রচার করতে। সেখানে নায়িকাকে দেখে দর্শক আর চুপ থাকতে পারলেন না। প্রচুর অনুরাগীর নানা রকমের মন্তব্য। একজন লিখেছেন, “এত বার অস্ত্রোপচার করিয়েছেন আর কেমন দেখতে লাগবে তাকে।” কেউ লিখেছেন, “নায়িকারা কেন এমন অস্ত্রোপচার করান।” অনেকের আবার বক্তব্য, “এইসব করিয়ে ক্যাটরিনা নিজের সুন্দর মুখটা নষ্ট করে ফেলেছেন।”

 

এটি প্রথম বার নয়। আগেও এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল নায়িকাকে। শুধু ক্যাটরিনা নয়, এমন অস্ত্রোপচারের ফলে কটাক্ষের শিকার হতে হয়েছিল অনুষ্কা শর্মাকে। ‘কফি উইথ কর্ণ’-এর শোয়ে এসে নিজের লুকের জন্য রীতিমতো হাসির পাত্রী হয়েছিলেন নায়িকা। যদিও সেই সবই এখন অতীত। তবে ক্যাটরিনাকে যে নতুন লুকে দর্শকের মোটে মনে ধরেনি, এ ধরনের মন্তব্য তারই প্রমাণ।


মন্তব্য
জেলার খবর