লেনদেন বেড়েছে

০১ এপ্রিল ২০২২

বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে। উত্থান দেখা গেছে সূচকের। আর  আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে। অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার ও ইউনিটদরের পাশাপাশি সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসইর তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৪ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৫৭ দশমিক ৮৩ পয়েন্টে, ডিএসইএস ৪ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৮ দশমিক ১১ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৭৪ পয়েন্টে  অবস্থান করে। এদিনে ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৮৩টির বাকি ৬২টির অপরিবর্তিত ছিল। লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ৬২ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের অঙ্ক ছিল ৮০১ কোটি ৩২ লাখ টাকা।

বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে ফরচুন শুজ লিমিটেড, ১৩৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফ্যাকচারিং লিমিটেড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৫ দশমিক ৫০ পয়েন্ট কমে ১১ হাজার ৮৪৭ দশমিক ৬০ পয়েন্টে এবং  সিএএসপিআই ২৬ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৪৮ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। এদিনে ৩০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৯টির এবং ৪২টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ৬১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৯৭ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর