দেশের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে, প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত- সাত ঘণ্টা খোলা থাকবে এসব অফিস। তবে ব্যাংক-বিমা ও আদালত তাদের অফিসের সময়সূচি নিজেরা নির্ধারণ করবে। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শিগগির শুরু হয়ে যাবে শীতকাল। এ কারণে বিদ্যুতের চাহিদা হয়তো কমে আসবে। তাই নতুন এ সময় নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত আগস্টে অফিস সময় সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। তার আগে স্বাভাবিক পরিস্থিতিতে এ সময় ছিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
এমকে