মন্তব্য
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। সোমবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হলো। এর আগে চলতি মাসেই এসপি পদ মর্যাদার তিন কর্মকর্তাকে অবসরে পাঠায় সরকার। তারা হলেন- সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া ও শহিদুল্লাহ চৌধুরী। তার আগে এ মাসেই তথ্য সচিব মকবুল হোসেনকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এমকে