দুই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

৩১ অক্টোবর ২০২২

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। সোমবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আলাদা  প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হলো। এর আগে চলতি মাসেই এসপি পদ মর্যাদার তিন কর্মকর্তাকে অবসরে পাঠায় সরকার।  তারা হলেন- সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া ও শহিদুল্লাহ চৌধুরী। তার আগে এ মাসেই তথ্য সচিব মকবুল হোসেনকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর