আ.লীগের ক্ষমতায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই: রিজভী

৩১ অক্টোবর ২০২২

দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পেছনের কারণ হিসেবে বলেছেন- তারা  গণতন্ত্র, মানুষের ভোট, কথা বলার, মিছিল-মিটিংয়ের অধিকারসহ সব অধিকার হরণ করেছে। এমনকি মানুষের বাঁচার অধিকারও কেড়ে নিয়েছে। সোমবার (৩১ অক্টোবর) নাটোর সদর উপজেলা ও পৌর বিএনপির সমাবেশে এ সব কথা বলেন। দেশে জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি আর বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে ডাকা এ সমাবেশ  নাটোর উপশহর মাঠে হয়।

রিজভী বলেন, দেশের অধিকাংশ মানুষই এখন এক বেলা খেয়ে কোনোরকমে বেঁচে আছে। বিদ্যুতের নামে যে তেলেসমাতি করা হয়েছে তা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলছেন- আগামী বছর দেশে দুর্ভিক্ষ হবে। এর কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষের মধ্যে বিরাজমান ক্ষোভ থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। দুর্ভিক্ষের ভয়ে মানুষ যেন থমকে যায়, এ জন্যই দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে। প্রকৃতপক্ষে দেশে এখন দুর্ভিক্ষই চলছে। কেননা সব কিছুরই মূল্য অসহনীয়।

এমকে


মন্তব্য
জেলার খবর