২০৩০ সালের আগে দেশের সংরক্ষিত বনের (রিজার্ভ ফরেস্ট) গাছ কোনও অবস্থাতেই কাটা যাবে না। কেউ কাটলে তার বিরুদ্ধে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না—এমন বিধান রেখে দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধিনিষেধ ২০৩০ সাল পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত হয় বৈঠকে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সামাজিক বনায়নের গাছ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ব্যক্তিগত, রাস্তার পাশে বা ডিপফরেস্টের আগে থাকা বাফার জোন— এগুলোতে সামাজিক বনায়ন হয়ে থাকে। বাফার জোনে আকাশিয়া গাছ রোপণ করা হয়। এ গাছগুলো ১৫ বছর হলে কাটার উপযুক্ত হয়। যারা এ গাছগুলো পরিচর্যা করেন, গাছ বিক্রির অর্থের ৭০ শতাংশ পান তারা। বাকি ৩০ শতাংশ পায় বনবিভাগ- যোগ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
এমকে