মন্তব্য
দেশের যে কোনো বালুমহালের বালু এখন থেকে আর রাতে তোলা যাবে না, তুলতে হবে দিনে। যারা রাতে বালু তুলবেন,তারা পরবর্তীতে এ ব্যবসা করতে পারবেন না। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২২ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এখন থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তার জেলার বালুমহালের হিসাব দেবেন পানি উন্নয়ন বোর্ডের কাছে। বালুমহাল লিজ দেওয়ার আগে কতটুকু বালু তোলা যাবে সেটা থাকবে হিসাবে। এটার সময় হবে এক বছর।
এমকে