খামারিকে ৬০ আর ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

৩১ অক্টোবর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে মুরগীর এক খামারিকে ৬০ হাজার টাকা এবং পোল্ট্রি ফিড কাম ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খামার পরিচালনায় পশুরোগ আইন আর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় মৎস্য ও পশু খাদ্য আইন লঙ্ঘিত হওয়ায় এ জরিমানা করা হয়। সোমবার (৩১ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মমতাজ মহল এ জরিমানার আদেশ দেন। মমতাজ মহল চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকতা।

জরিমানার মুখোমুখি খামারি হলেন আনকুটিয়া গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমান আর ব্যবসায়ী হলেন নারিকেলপাড়া মহল্লার পিয়াস পোল্ট্রি ফিড ও ওষুধের দোকানের মালিক নাবিল মাহমুদ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর