রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। উদ্ভুত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে সরকারের মন্ত্রিপরিষদ। সবাইকে নিজেদের ঘরবাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা। নির্দেশনা দেওয়া হয়েছে বিমানবন্দর এলাকা পরিষ্কার রাখতেও।
সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশসহ ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত হিসাব বলছে- চলতি বছরে এখন পর্যন্ত ১৩৬ জন মারা গেছেন। গেল রোববার পর্যন্ত তিন হাজার ৬৩০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৩২ হাজার ১৫১ জন ভর্তি হয়েছেন হাসপাতালে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৩৮৫ জন।
এমকে