সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

০১ নভেম্বর ২০২২

দেশের অভ্যন্তরীণ বাজার থেকে  ৩ লাখ টন ধান এবং সিদ্ধ চাল ৫ লাখ টন  মিলে  ৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ নভেম্বরের মধ্যেই আমন মৌসুমের এ ধান ও চাল সংগ্রহ শুরু করা হবে। দাম প্রতি কেজি চাল ৪২ টাকা আর ধান ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়, সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুদার।

খাদ্যমন্ত্রী জানান, কৃষকদের স্বার্থ রক্ষা করেই এ দাম নির্ধারণ করা হয়েছে। আগের বছরের মতোই লটারির মাধ্যমে ধান কেনা হবে, কৃষক সরাসরি টাকা পাবে।  মধ্যসত্বভোগীদের দৌড়াত্বের বিষয় থাকেব না। অভ্যন্তরীণ উৎস থেকে পর্যাপ্ত মজুদ করা না গেলে আমদানিতে জোর দেওয়া হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর