গুজরাট ট্রাজেডিতে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

০১ নভেম্বর ২০২২

হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলি- এর সময় মাচ্চু নদীর ঝুলন্ত ব্রিজ ছিঁড়ে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক লোকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের পক্ষে এবং ব্যক্তিগতভাবে ভারত সরকার ও জনগণের নিকট এ শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক শোক বার্তাও পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে ভারত সরকারের গৃহীত উদ্ধার কার্যক্রমের প্রশংসা করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করেছেন। এ কঠিন সময়ে ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সরকার প্রধান।

এমকে


মন্তব্য
জেলার খবর