মজুত গ্যাস ১০ বছর ৮ মাস চলবে

০১ নভেম্বর ২০২২

দেশের গ্যাসক্ষেত্রগুলোতে বর্তমানে উত্তোলনযোগ্য মজুত গ্যাসে প্রায় ১০ বছর ৮ মাস চলবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বলানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনে মঙ্গলবারের (১ নভেম্বর) প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের গ্যাসক্ষেত্রগুলোতে গ্যাসের মজুত রয়েছে ৯ দশমিক ০৩ ট্রিলিয়ন ঘনফুট। সেখান থেকে দৈনিক গড়ে প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট উত্তোলন করা হচ্ছে। সে বিবেচনায় অবশিষ্ট মজুত গ্যাসে প্রায় ১০ বছর ৮ মাস চলবে।

এমকে


মন্তব্য
জেলার খবর