বর্তমান সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, বরং মিডিয়াই সরকারের নেতিবাচক দিকগুলো তুলে ধরে। সরকার থেকে নিউজে কোনো হস্তক্ষেপ করা হয় না। মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
মন্ত্রী বলেন, কোনো এক সময় সেন্সরবোর্ড থাকলেও বর্তমান সরকার গণমাধ্যমে প্রকাশিত খবর কেটে দেয় না, কোনো রকম নিয়ন্ত্রণ করে না। মিডিয়া স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছে। ফলে খবরগুলো সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু। প্রতিযোগিতামূলক এ আয়োজনে চারটি ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য ১১ জন সদস্য বিজয়ী হয়েছেন।
এমকে