সরকারের কাছে আর্থিক সহায়তা না পাওয়ায় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে পরিচালিত হচ্ছে দেশের চিনিকলগুলো। এ কারণে চাহিদা থাকা সত্ত্বেও লোকসান গুনছে চিনিকলগুলো। তবে চিনি শিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) প্রশ্নোত্তর পর্বে জাতীয় সংসদকে এ কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন, এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা।
শিল্পমন্ত্রী সংসদকে জানান, আখ ও চিনির দাম সরকারিভাবে নির্ধারণ করায় অনেক সময় বাজারের চাহিদা ও ভোক্তাদের বিষয় বিবেচনায় চিনির দাম কমানোর প্রয়োজন পড়ে। কিন্তু আখের দাম স্থির থাকায় লোকসান বেশি হয়। তাছাড়া ফসলের বহুমুখীকরণে কমছে আখ চাষ। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ উৎপাদন না হওয়ায় লোকসান বাড়ছে। তিনি জানান, আখের উন্নত জাত উদ্ভাবন না হওয়ায়, দক্ষ জনবলের অভাব এবং শ্রমনির্ভর কারখানা হওয়ায় চিনি আহরণের হারও হ্রাস পেয়েছে।
এমকে