ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরসহ লুটপাট, ব্যবসায়ীকে অস্ত্রাঘাত

০২ নভেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে ইদ্রিস মাঝি (৪৫) নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ লুটপাট করা হয়েছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  বুধবার (২ নভেম্বর) সকাল ১০ টার দিকে চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজার গ্রামের খাস পুকুর পাড়ের চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

ইদ্রিস মাঝি চরমাদ্রাজ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চর আফজাল গ্রামের মৃত ওয়াজউদ্দিন মাঝির ছেলে ও যুবদল নেতা।

ইদ্রিস মাঝির স্বজনেরা জানান, মঙ্গলবার বিকালে দেশের রাজনীতি নিয়ে ইদ্রিস মাঝি ও বেল্লাল নামের আরেক দোকানির সঙ্গে ছাত্রলীগের স্থানীয় নেতা রাকিব মোল্লার বাকবিতণ্ডা হয়। বুধবার সকালে তারা দোকানে বেচাকেনা করছিলো। হঠাৎ ১০টার দিকে ৮/১০ জন তাদের দোকানে হামলা চালায়। স্থানীয় ও তার স্বজনেরা ইদ্রিস মাঝিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, লোকমুখে ঘটনা শুনেছি। আমরাও খোঁজ খবর নিচ্ছি। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর