নির্বাচন: খালেদার প্রার্থীতার বিষয়টি পরীক্ষা করে দেখা হবে- সিইসি

০২ নভেম্বর ২০২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন কি-না, সেটা সময় এলে আইনানুগভাবে পরীক্ষা করে দেখা হবে। আইনের কিছু কাঠামো আছে, কেউ ভোট করতে চাইলে এ কাঠামোর মধ্যে ফিটিং করতে হবে। বুধবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়া অংশ নেবেন বলে জানিয়েছেন তার আইনজীবি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, এখন এ বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দেবো না। এটা যখন হবে, তখন দেখা যাবে। সবকিছু আইন অনুযায়ী হবে।  এটা নিয়ে মন্তব্য করতে চাই না। আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসলে সব খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেও  প্রার্থিতা বাছাইয়ে সবগুলো মনোনয়নপত্র বাতিল হয়। পরে আপিল করলেও টেকেনি।

এমকে


মন্তব্য
জেলার খবর