অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে এলপিজির কেজিতে ৩ টাকা ২৫ পয়সা আর অটোগ্যাসের লিটারে ২ টাকা ৩৬ পয়সা দাম বাড়ানো হয়েছে। বুধবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। এ দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে ডলার ও জ্বালানির দামের সংকটের মধ্যে কয়েক মাস ধরে ওঠানামা করছে এ দু’ধরণের গ্যাসের দাম।
নতুন দরে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ২৬ পয়সা। বাসা-বাড়িতে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজে সিলিন্ডারের দাম বাড়লো ৫১ টাকা, দাম ঠিক হয়েছে ১ হাজার ২৫১ টাকা। এদিকে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৫৮ টাকা ২৮ পয়সা। বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দামও লিটারে যৎসামান্য বাড়ানো হয়েছে, নির্ধারণ হয়েছে শূন্য দশমিক ২২ টাকা। অক্টোবরে দাম ছিল শূন্য দশমিক ২১ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই বহাল রাখা রয়েছে।
এমকে