ডেঙ্গু ছড়িয়েছে ৫০ জেলায়

০৩ নভেম্বর ২০২২

ডেঙ্গু এখন ছড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে। রাজধানী ঢাকাসহ দেশের ৫০ জেলায় ছড়িয়ে পড়েছে এ অসুখ। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সরকারের পদক্ষেপের ঘাটতি নেই। তবে কেবল চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়।  ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন ও দায়িত্ববান হতে হবে। সেই সঙ্গে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও জোরালোভাবে কাজ করতে হবে।  ডেঙ্গু নিয়ে এ কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্যানিং এবং প্রতিরোধ শীর্ষক এক অনুষ্ঠান হয়, সেখানে তার বক্তব্যে ডেঙ্গু প্রসঙ্গে ওঠে আসে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতালে সিটের অভাব হবে না, প্রয়োজন হলে আরও সিট বাড়ানো হবে। কেউ বিনা চিকিৎসায় মারাও যাবে না।

এদিকে ক্যানসার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের অনিয়ন্ত্রিত জীবনব্যবস্থা ও সচেতনতার অভাবে দুরারোগ্য ব্যাধি বাড়ছে। ক্যানসারের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রয়োজন অনেক বেশি সচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব রাশেদা আকতার, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ প্রমুখ।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর