প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে অতীতে আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম (সেবক) বলে বিবেচনা করতে হবে। জনগণের সেবক হিসেবেই নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। বুধবার (২ নভেম্বর) রাজধানী ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ ও ১২৬তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন।
প্রজাতন্ত্রের কর্মচারীদের দেশপ্রেম ও আত্মমর্যাদা নিয়ে জনসেবা করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, কাজে নিযুক্ত হলে বিভিন্নজন বিভিন্ন দেন দরবার নিয়ে আসবে। সেদিকে ভ্রুক্ষেপ না করে সঠিক পরিকল্পনানুযায়ী এগুতে হবে। তাহলেই সঠিকভাবে উন্নতি করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ উদ্ধৃতি করেন। বলেন, “জাতির পিতা বলেছিলেন- ‘সরকারি কর্মচারি ভাইয়েরা, আপনাদের জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সবকিছুর উর্ধেব স্থান দিতে হবে।’”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বক্তব্য দেন- মন্ত্রণালয়েরর সিনিয়র সচিব কে এম আলী আজম, একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন প্রমুখ।
এমকে