মৃত্যুহীন দিনে শনাক্ত ৮১

০১ এপ্রিল ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮১ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৯৩ জন। শুক্রবার (১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হয় ১ দশমিক ০৯ শতাংশ। নমুনা সংগৃহীত হয়েছে ৭ হাজার ৩৭০টি, পরীক্ষা হয়েছে ৭ হাজার ৪১৩টি।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট  ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন। গড় শনাক্তের হার ১৪ দশমিক ১১। নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৪২০টি।

এমকে


মন্তব্য
জেলার খবর