আইসিইউতে ঐন্দ্রিলা

০২ নভেম্বর ২০২২

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ক্যান্সার জয় করে ফিরলেও হাসপাতাল তাকে ছাড়ছে না। স্ট্রোক জনিত কারণে হাসপাতালে নেওয়া হয়েছে। কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শারিরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।

 

তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত অভিনেত্রীর শরীরের এক পাশ পুরোপুরি অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন। তা ছাড়া শুধু চোখ নড়ছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তবে আশা ছাড়ছেন না চিকিৎসকরা। কারণ ঐন্দ্রিলার বয়স কম। অভিনেত্রীর জ্ঞান ফিরলে আসল পরিস্থিতি বোঝা যাবে বলেও জানান তারা।

 

এর আগে ২০১৫ সালে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। প্রায় দেড় বছরের লড়াই শেষে ক্যান্সার জয় করেন তিনি। ১৬টি কেমোথেরাপি ও ৩৩টি রেডিয়েশনের পর সুস্থ হন এ অভিনেত্রী। গত বছরের ২৩ ফেব্রুয়ারি ঐন্দ্রিলার ডান ফুসফুসে টিউমার ধরা পড়ে। এরপর আবারো মরণব্যাধি ক্যান্সার থাবা বসায় অভিনেত্রীর শরীরে।


মন্তব্য
জেলার খবর