প্রীতিলতা হয়ে ফিরছেন তিশা

০২ নভেম্বর ২০২২

দেশের জনপ্রিয় অভিনেত্রী তিশা। পুরো নাম নুসরাত ইমরোজ তিশা। ছোট-বড় দুই পর্দায়ই দারুণ জনপ্রিয় তিনি। অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা। তবে মা হওয়ার কারণে বেশ কিছুদিন পর্দায় বাইরে রেখেছিলেন নিজেকে। এবার বিরতি ভেঙে ব্রিটিশবিরোধী ও স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্যসেনের ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমায় দেখা যাবে তাকে। প্রীতিলতার চরিত্রে অভিনয় করবেন তিনি।

 

সিনেমাটির নাম ‘বীরকন্যা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’র ওপর ভিত্তি করে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। সেপ্টম্বরে সিনেমাটির টিজার মুক্তি পায়। টিজারে বিভিন্ন লুকে দেখা গেছে তিশাকে। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় আসছেন তিনি। জানা গেছে, ১৮ নভেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি।


মন্তব্য
জেলার খবর