কলকাতায় পরীর দুই সিনেমা

০২ নভেম্বর ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। বছরজুড়ে নানা কারণে আলোচনায় এ নায়িকা। বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসাধারণ অভিনয় নৈপূণ্যতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ লাস্যময়ী।

 

সীমান্ত পেরিয়ে এবার ওপার বাংলায়ও দেখানো হচ্ছে তার সিনেমা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বিশ্ব সুন্দরী’ ও ‘গুণিন’ কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। জানা যায়, এ উৎসবে প্রদর্শিত হবে ৩৭টি বাংলাদেশি চলচ্চিত্র। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ও কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এ উৎসব চলছে। কলকাতার নন্দন-১, ২ ও ৩ হলে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।


মন্তব্য
জেলার খবর