ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা

০৩ নভেম্বর ২০২২

আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব ব্যাংকে লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সূচি বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে ব্যাংকে লেনদেন হয় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এমকে

 


মন্তব্য
জেলার খবর